09-04-2023, 10:28 PM
(09-04-2023, 10:22 PM)Milf_lover_Bd Wrote: আচ্ছা। কিরকম পছন্দ আপনার??
পাঠক হিসেবে লেখকদের কাছে আমার চাওয়া হল তারা যেন গল্প লিখতে বসে গল্পই লিখেন। অনেকে এই প্ল্যাটফর্মে গল্প লেখার মানে বুঝে থাকেন খালি সেক্স, আর সেক্স সিন। এই করে গল্প গুলো নষ্ট হয়। আপনি গ্রামের পটভূমিতে লিখতে চাইছেন, এটা ভাল উদ্যোগ। বাংলাদেশের গ্রামের পটভূমিতে খুব অল্প লেখা আছে এবং যারা লিখেছেন তাদের বেশিরভাগের লেখা পড়লে মনে হয় তারা গ্রামে কখনো থাকেন কি ফলে গ্রাম আর পরিবেশ নিয়ে খুব অল্প ধারণা আছে। অনেকের গ্রাম নিয়ে লেখা পড়লে মনে হয় রসময় গুপ্তের লেখা ছাড়া গ্রাম নিয়ে তাদের আর বেশি ধারণা নেই। আশা করি আপনি গল্পে বাস্তব গ্রাম আর গ্রামের বাস্তব চরিত্র ফুটিয়ে তুলবেন। গল্পে এমনভাবে যৌনতা আনবেন যাতে সেটা অবিশ্বাস্য মনে না হয়। পাঠক হিসেবে অনেক কথা বলে ফেললাম। আশা করি কিছুটা হলেও পাঠক হিসেবে মনের আশা বুঝাতে পেরেছি। আপনার লেখার প্রত্যাশায় রইলাম।