09-04-2023, 10:00 PM
(09-04-2023, 08:05 PM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote: হালনাগাদখানি অত্যন্ত ক্ষুদ্র তাহা নহে, আবার সুবিশাল তাহাও নহে। বরং দু'য়েরই মধ্যভাগে সাম্যতা বজায় রাখিয়াছে। অপু আমাদিগকে বড় সুন্দর সুন্দর কথা শুনাইতেছেন, আপন অভিজ্ঞতাসকল জানাইতেছেন ইহাই পাঠক হিসাবে আমাদিগকে ধন্য করিয়াছে। রাজুকে লহিয়া মানসিক টানাপোড়েন ব্যাপারটাও বেশ সুন্দর ফুটাইয়াছেন।
তবে, হালনাগাদে বিলম্ব লহিয়া যেহেতু আমার কথা বলা সাজে না তাই ইহা লহিয়া শব্দ খরচ করিতে আমি নারাজ।
লিখিতে থাকুন মহোদয়!
মাসতুতো ভাই যে!!! কেমন আছেন ?