09-04-2023, 10:28 AM
(06-04-2023, 10:46 PM)কাদের Wrote: ভার্জিনিয়া বুলসের গল্প পড়ি অনেক বছর। আগের এক্সবি আর হালের এক্সপি সব মিলিয়ে যে কয়েকজন লেখক ধর মার কাট ঘরানার বাইরে গল্প লিখে জনপ্রিয় হয়েছেন তার একজন ভার্জিনিয়া বুলস। তার গল্প গুলা নামে বেনামে আজকাল অনেক জায়গায় ঘুরে বেড়ায়। তাই মূল লেখক কে ফিরে আসতে দেখে আর উনি কিছু লিখবেন এই ভেবে পাঠক হিসেবে আমি উত্তেজিত। ফিরে আসুন পাঠকদের মাঝে আপনার সেই ধারালো সব গল্প নিয়ে।
আর উনি গল্প লিখবার আগেই অনেকে এই পোস্টে এক তারা দাগিয়ে গেছেন এটা দেখে অবাক হলাম। এই সাইটের থ্রেডের রেটিং সিস্টেমের প্রতি আগেও আস্থা ছিল না, এটা দেখে সেই অনাস্থা আর গভীর হল।
এই সাইটটাকে পুরোপুরি বিষাক্ত করে রেখেছে , কে বা কারা সবাইই বোঝে কিন্তু কিছু করার নেই।