08-04-2023, 12:40 PM
(07-04-2023, 02:41 PM)Sanjay Sen Wrote: সহমত, ফোরামে এখন ঘন অন্ধকার বিদ্যমান। Bumba_1 আর Baban কোনো উপন্যাস নিয়ে ফিরে না এলে ধীরে ধীরে পাঠকশূন্য হয়ে যাবে এই বাংলা ফোরাম। তবে নতুনদের মধ্যে মহাবীর্য্য বেশ ভালো লেখেন। উনার ভাষার উপর দখল খুবই ভালো এবং গল্পের প্লটগুলোও ভালো। উনার গল্পগুলো পড়ে দেখতে পারেন। তবে ভদ্রলোক প্রচন্ড ধীরগতিতে আপডেট দেন। তার উপর চার-পাঁচটা গল্প একসঙ্গে শুরু করেছেন। তাই প্রতিটা গল্পের আপডেট আসতে একমাসের বেশি সময় লেগে যায়, সেজন্য হয়তো বাঁধাধরা কয়েকজন পাঠক ছাড়া পাঠকসংখ্যা হারিয়ে ফেলছেন উনি।