08-04-2023, 12:32 PM
(06-04-2023, 08:11 PM)sairaali111 Wrote:ভীষ্মলোচনের পরে আর কোনো ''শর্ম্মা'' অমন 'দিল্লী থেকে বর্মা'-র ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছেন - এমন নজির অদ্যাবধি নাই । তা' সে ''শর্ম্মা'' 'দেবারি' বা 'দেব' যাই-ই হ'ন না কেন । - সেই কারণে এ লেখা সমাপ্তির পর আসবো - স্হির করেছি । - রম''জান''-সালাম জী ।
ধর যদি হঠাৎ সন্ধে, তোমার দেখা আমার সঙ্গে!
সেদিন যদি মিনিট পাঁচেক দেরী হল তা'বলে কী এমন গোঁসা করা সাজে দেবী! মানছি আপনার বীর্য্যজী ভীষ্মলোচন হইতে পারে নাই, তাঁহার গানের গুঁতা দিল্লী হইতে বার্মা অবধি পৌঁছাইতে পারে নাই, মাঝে আরাকান জোমায় ধাক্কা খাইয়া অরুণাচলপ্রদেশে ফাঁসিয়া গিয়াছে তবুও ইহা ভুলিলে কি চলে যে সে গান গাহিয়াছিল, জীর্ণ পাতা ঝরার বেলায় থুড়ি শুকনো ঘাসে শূণ্য বনে আপন মনে… দেখেছেন আপনার দাড়িবুড়ো দু দণ্ড লিখতে অব্দি দেয় না!
যাইহোক যেটা স্থির করেছেন সেটাকে অস্থির করুন নইলে কিন্তু ভারী অভিমান হবে আমার।
আবার আসবেন দেবী, সালাম রইল। সঙ্গে রইল শুভ রমজানের অনেক অনেক শুভেচ্ছা ও প্রার্থনা। রইলাম অপেক্ষায় আপনার পদধূলির, এই গরীবের কুটিরে। প্রণাম।