08-04-2023, 11:46 AM
(06-04-2023, 10:14 PM)cuck son Wrote: আরে এইটার আপডেট চলে এসেছে খেয়াল করি নাই তো । আসলে ধুম্র গড়ের রহস্য জাল থেকে বের হতে কষ্ট হচ্ছে তো তাই ।
আপডেটের আর দোষ কী দাদা, তাকে তো আসতে হবেই। সময়ের নিয়মে সব্বাইকে আসতে হয়, আবার যেতেও হয়। কেউ কেউ লাইক রেপু গল্প নিয়ে কমেন্ট এসব না দিয়ে স্রেফ আপডেট এসে গেছে খেয়াল করি নাই বলে চলে যায়। পোড়া কপালের লেখক আশায় বসে থাকে এই বুঝি কমেন্ট এল, এই বুঝি লাইক পড়ল, এই বুঝি একটা রেপুটেশন এল! কিন্তু কোথায় কী মশাই! আশায় মরে চাষা আর বেদনায় মরে লেখক সেটাও তিলে তিলে। কিন্তু কাকেরা আর কবেই সে সবের পরোয়া করেছে বলুন, যেদিন থেকে মাটির কলসিতে পাথর ফেলে সে জল তোলা শিখেছে সেদিন থেকে সে আর কারো জলের পরোয়া করে না মশাই। নেহাৎ সেদিন পা মচকে গিয়েছে, তাই আজকাল ডাক্তারের বারণে দৌড়াদৌড়ি বন্ধ। নইলে হয়তো আবার ছুটতাম বকেয়া পাওনা আদায়ে।


![[Image: 20230928-215610.png]](https://i.ibb.co/qJwgLsx/20230928-215610.png)
![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)