07-04-2023, 08:12 PM
(07-04-2023, 09:55 AM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote: যত কাহিনী বৃত্তের পরিধি বৃদ্ধি পাইতেছে তত শর্ম্মীর প্রতি শ্রদ্ধা বাড়িতেছে। তবে সে শর্ম্মী কিন্তু এ কাহিনীর নামসূত্রে থাকা শর্ম্মী নহেন। ইনি বরং নায়িকা শর্ম্মীর জননী সম্বন্ধে রহিয়াছেন। প্রায় উন্মুক্ত স্তনদ্বয় লহিয়া কন্যার প্রতি তাঁহার উদ্বেগ এই পর্ব্বের বিশেষ আকর্ষণ। যদিও, তিনি সতী ও পতিব্রতা তবে সামান্য পরপুরুষের প্রতি একটু শয্যাক্রীড়া করিলে বড্ড ভাল হইত। নিন্দুকে কহিবে, মহাবীর্য্য নিজে অবিবাহিত কিন্তু বিবাহিতদের পরকীয়া করিতে প্রশ্রয় দেয়!
কর্ম্মপাকে অথবা বিপাকে সম্ভবত আপনার সানুগ্রহ দৃষ্টি হইতে বঞ্চিত হইয়াছে অথবা বিস্মৃতির অতলে তলাইয়া গিয়াছে । আপনি-উক্ত শর্ম্মীর কথা-ই কহিতেছি । ইতোপূর্বে মহোদয়ার বিদ্যার্থী-জীবনের অন্তিম পর্বে জনৈক বরিষ্ঠ-সমাগম ঘটিয়াছিল । ভবিষ্যতের গর্ভে কোন্ সম্ভাবনা অথবা আশঙ্কা অঙ্কুরিত হইতেছে তাহা শুধু গণক-শর্ম্মাগণ-ই বলিতে পারেন । এই উটকো সায়রার উহা সাধ্যাতীত । - কুশল কামনায় - রম''জান''-সালাম জী ।