07-04-2023, 12:03 PM
বর্তমানে বাংলা ফোরামে নিয়মিত ও ভালো লেখকের বড়ই অভাব। হাতেগোনা নিয়মিত ও ভালো লেখকের মধ্যে Bumba, Baban দার এর নাম উল্লেখযোগ্য। তারাও এখন বড়মাপের কোন গল্প লিখছেন না। Manali basu নিয়মিত ও ভালো লেখিকা ছিলেন, কিছু পাঠকের গোয়ার্তমির কারণে আমরা তাকে হারিয়েছি। নন্দনাদিও অনেকদিন হলো ফোরামে আসেন না, তিনিও নিয়মিত ছিলেন। আমরা পাঠকরা নতুন কোন ভালো লেখকও পাচ্ছি না। লেখক অনেক আছে, কিন্তু তারা কেউই নিয়মিত নন বা তাদের লেখা সম্পূর্ণ করেন না।
একজন লেখক যত ভালোই লিখুন না কেন, নিয়মিত না হলে তার লেখা জৌলুশ হারায় এবং তা পাঠকের বিরক্তির কারণ হয়ে দাড়ায়।
সর্বোপরি বলতে গেলে, বাংলা ফোরামের এখন অন্ধকার সময় চলছে। এভাবে চলতে থাকলে, অচিরেই এই ফোরাম পাঠক শূন্য হয়ে যাবে।
একজন লেখক যত ভালোই লিখুন না কেন, নিয়মিত না হলে তার লেখা জৌলুশ হারায় এবং তা পাঠকের বিরক্তির কারণ হয়ে দাড়ায়।
সর্বোপরি বলতে গেলে, বাংলা ফোরামের এখন অন্ধকার সময় চলছে। এভাবে চলতে থাকলে, অচিরেই এই ফোরাম পাঠক শূন্য হয়ে যাবে।