07-04-2023, 10:04 AM
bad_boy ভাই আপনি অপাত্রে রেপু দান করেছেন। এই থ্রেডটা আমি মহাবীর্য্যের সৌজন্যে খুলেছিলাম, যেহেতু আমার তখন অ্যাকাউণ্ট ছিল না। কিন্তু বিশ্বাস করুন গল্পটা আমার লেখা মহাবীর্য্যের নয়। ওই বুড়োর এমনিতেই রেপু আড়াইশো ঢুকতে চলল। আমার সবে ষাট পেরিয়েছে, তার মধ্যেই এমন বালাই ষাট ঘটনা!
হেহেহে! একটু রসিকতা করলাম। তবে এই পর্বটা আপনার ভাল লেগেছে, এটা জেনে সত্যিই খুব খুশী হয়েছি। যদিও কষ্ট করে দু লাইনে একটা কমেন্ট যদি দিতেন হয়তো বেশী খুশী হতাম। হয়তো ভবিষ্যতে কোনদিন আপনার কমেন্ট পাব এই আশা রইল।
হেহেহে! একটু রসিকতা করলাম। তবে এই পর্বটা আপনার ভাল লেগেছে, এটা জেনে সত্যিই খুব খুশী হয়েছি। যদিও কষ্ট করে দু লাইনে একটা কমেন্ট যদি দিতেন হয়তো বেশী খুশী হতাম। হয়তো ভবিষ্যতে কোনদিন আপনার কমেন্ট পাব এই আশা রইল।