06-04-2023, 10:30 PM
(01-04-2023, 06:26 PM)Bumba_1 Wrote:
বিল্টু আর তার মামা গেছে পাত্রী দেখতে। মামার মেজাজ খুবই ফুরফুরে। বিল্টুকে বারবার জিজ্ঞাসা করছিলো , "পাত্রীর বাড়ি কি লাল?" বিল্টু বললো , "বাড়ির রঙ তো জানি না!" মামা বিরক্ত হয়ে উত্তর দিলো , "ওরে গাধা, বাড়ির রঙ নয়। আমি জানতে চাইছি ওরা সিপিএম কিনা!" বিল্টু বললো, তার জানা নেই।
হাঃ, হাঃ হাঃ হাঃ। নাহ্ পেট ব্যথা হওয়া অবধি ছাড়বে না দেখছি