06-04-2023, 01:03 PM
(06-04-2023, 12:28 PM)Baban Wrote:আগেও বলেছি এ কথা, আবারো বলছি। আর পাঁচ জনের মতো এই আমিও উত্তেজনার বশে এখানে লিখতে করেছিলাম শুরু। ভেবেছিলাম ভালো লাগলে আরও কয়েক লাইন লিখবো নয়তো বিদায় নিতে কতক্ষন?
কিন্তু সে আর নিতে দিলোনা কেউ। এমন চেপে ধরলো সবাই মিলে যে একের পর এক লিখে যেতেই হলো। তারপরে ভাবলাম একটু সাহস করে অন্য কিছু ট্রাই করবো নাকি? ও বাবা সেখানেও মুক্তি নেই। একটা দুটো তিনটে করে একের পর এক লিখতে হলো মনের জমানো নানা কথা। গসিপির খাতায় নাম তুলে রাখতে আমার চেয়ে বেশি আমার পাঠকেরা উৎসাহিত ছিলেন তাই আজ এতো কিছু দেখার সৌভাগ্য হলো। এ ফোরামে কম গুণী লেখক নেই। অনেকেরই ধারে কাছে হয়তো আমি যেতে পারবোনা। কিন্তু একদিন তারাও পাঠক রূপে আমায় বারবার উৎসাহ দিয়ে গেছে। তখন মনে হয়েছে যাক..... কিছুতো পারি লিখতে। একেবারে ভুলভাল লিখিনা।
অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আপনারাই বারবার এই রেকর্ড গড়েছেন আমার লেখনীকে আপন করে নিয়ে।