05-04-2023, 09:28 PM
বাইরে যতই বড় গল্প আর উপন্যাস পড়ুক না কেন, বাড়ির ভেতরে ছোট গল্পকে সন্তুষ্ট রাখতেই হবে। তা না হলে প্রকাশকরা যখন তখন বাড়িতে ছুটে আসতেই পারে, ছাপানোর আগে ভালো করে টপ টু বটম ছোট গল্পটাকে পড়ে নেওয়ার জন্য। আশা করি সেরকম কিছু হবে না কারণ বান্টির বাবা বুদ্ধিমান ব্যক্তি।
তবে মজার এবং অদ্ভুত ব্যাপার হলো এই রকমই একটা conversation আমি আমার upcoming সিরিজটাতে রেখেছিলাম। দেখছি এখন সেটা বদলাতে হবে। মানে সারমর্ম প্রায় একই থাকবে, কিন্তু বইয়ের বদলে অন্য কিছু আনতে হবে।
তবে মজার এবং অদ্ভুত ব্যাপার হলো এই রকমই একটা conversation আমি আমার upcoming সিরিজটাতে রেখেছিলাম। দেখছি এখন সেটা বদলাতে হবে। মানে সারমর্ম প্রায় একই থাকবে, কিন্তু বইয়ের বদলে অন্য কিছু আনতে হবে।