05-04-2023, 05:59 PM
আমার দেহের আগুন, কষ্টের আগুন
নাহিদা বুকের সাথে বালিশটাকে আলিংগন করে উপুড় হয়ে জানালায় তাকিয়ে আছে, তার দৃষ্টি দিগন্তে এসে আটকে গেছে, দৃষ্টির সীমায় গুড়ি গুড়ি বৃষ্টিতে কার একটা ছাগল অবিরাম ভাবে কর্কশ সুরে ডেকে যাচ্ছে,সারা রাতে অবিরাম বর্ষনে আকাশটা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে আছে, সকাল অবদি বৃষ্টির সে রেশ এখনো থামেনি। প্রকৃতির সংগে মানুষের মনের নিবিড় একটা সম্পর্ক আছে, আকাশে মেঘ জমলে মানুষের মনেও মেঘের সে প্রতিক্রিয়া দেখা যায়। একাকীত্ব সে প্রতিক্রিয়াকে আরো বেশি গতিশীল করে তোলে। রাতের ঠান্ডা আবহাওয়ায় নাহিদার ভাল ঘুম হলেও সকাল হতে তার মনে অতীতের কিছু স্মৃতি বার বার উকি মারছে। হঠাত বৃষ্টি বেড়ে যায়, তার ছোট্ট টিনের ঘরে বৃষ্টির রিমঝিম শব্ধ ও তীব্র আকার ধারন করে। বৃষ্টির ছন্দময় কলতানে নাহিদার জীবনের ছন্দপতনের ইতিবৃত্ত ভেসে উঠে, বালিশ্তাকে তার বুকের সাথে আরো বেশি করে জড়িয়ে নেয়, দুপাকে হাটু পর্যন্ত ভাজ করে একটু একটু নেড়ে নেড়ে কল্পনায় ডুব সাতার কাটতে থাকে।
মা বাবা ও তিন বোন দুভায়ের সংসার,নাহিদা সবার বড়, স্বাস্থ্য মোটামুটি ভালই, নাদুস নুদুস দেহে যৌবনে ভরা, চেহারা মায়বী্* হাসিটা বেশ আকর্ষনীয়, চোখের চাহনী তীরের মত যে কোন পুরুষকে গেথে নিথে পারে, বুকের উপর স্তন দুটি সুর্য্য মুখী ফুলের ফোটে আছে। এত গুন থাকা সত্বেও শ্যামলা রং এর কারনে নাহিদাকে যত টুকু ভোগ করার জন্য ছেলেরা পছন্দ
করে বিয়ে করে ঘর বাধার জন্য ততটুকু পছন্দ করেনা। আঠার বছর পার হয়ে গেলেও মনের মত কোন বর নাহিদার জন্য প্রস্তাব নিয়ে আসেনি। মাঝে মাঝে যারা প্রস্তাব নিয়ে আসে তাদের হাতে মা বাবা তুলে দিতে ব্যকুল হয়ে যায়,কেউ কেউ টাকা চায়, মা বাবা তা দিতেও রাজী। কিন্তু নাহিদার যেন তেন ছেলে পছন্দ নয়, মা বাবা কে সাপ সাপ বলে দেয় , আই বুড়ো থাকব কিন্ত যেন তেন ছেলের হাতে আমাকে তোলে দিওনা। মা বাবার মনে ভীষন চিন্তা,নাহিদার পরের দুবোনও বিয়ের সম্পুর্ন উপযুক্ত হয়ে গেছে, তারা নাহিদার চেয়ে আরো বেশী কুতসিত, রঙ যেমন কালো চেহার ও তেমন সুশ্রী নয়, দেহের কোন সৌন্দর্য্য বলতে কিছুই নেই।তিন তিনটি মেয়ে যার ঘরে বিয়ে জন্য অপেক্ষমান সে মা বাবার চোখে ঘুম থাক্তেই পারেনা। নাহিদার প্রতি তার মা বাবা খুব অসন্তোষ্ট, তার কারনেই তার মেয়ে রা জট বেধে গেছে।
একদিন আহিদার মা নাহিদাকে ডেকে বলে, তোর কেমন ছেলে পছন্দ শুনি, নাহিদা কোন উত্তর দেয়না, মা বক বক করে বলতে থাকে হুঁ হুঁ তোর জন্য রাজ পুত্তুর আসবে নাকি? লেখাপড়ার নামে কাচকলা, এইট পর্যন্ত পড়ে শেষ, তার মধ্যে ভাল ছেলে চাস, কি গুন আছে তোর? ধনির দুলাল, ডাক্তার ইঞ্জিনিয়ার ,উকিল আসবে নাকি তোকে বিয়ে করতে, অই সমস্ত লোকের বউ মারা গেছে নাকি খবর নিয়ে দেখ তাহলেও তারা তোর মত মেয়েকে বিয়ে করতে আসবে কিনা সন্দেহ আছে। মায়ের কথায়
নাহিদার বুক ভেংগে কান্না এসে যায়। কত খাটো করে দেখেছে তার মা তাকে। শুধু মাত্র কালো রঙ এর কারনে। কান্নাজড়িত গলায় নাহিদা সেদিন মাকে বলেছিল এবার যেই আসবে তার হাতে তোলে দিও। কিন্তু কোন বর আসেনা।
নাহিদা বুকের সাথে বালিশটাকে আলিংগন করে উপুড় হয়ে জানালায় তাকিয়ে আছে, তার দৃষ্টি দিগন্তে এসে আটকে গেছে, দৃষ্টির সীমায় গুড়ি গুড়ি বৃষ্টিতে কার একটা ছাগল অবিরাম ভাবে কর্কশ সুরে ডেকে যাচ্ছে,সারা রাতে অবিরাম বর্ষনে আকাশটা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে আছে, সকাল অবদি বৃষ্টির সে রেশ এখনো থামেনি। প্রকৃতির সংগে মানুষের মনের নিবিড় একটা সম্পর্ক আছে, আকাশে মেঘ জমলে মানুষের মনেও মেঘের সে প্রতিক্রিয়া দেখা যায়। একাকীত্ব সে প্রতিক্রিয়াকে আরো বেশি গতিশীল করে তোলে। রাতের ঠান্ডা আবহাওয়ায় নাহিদার ভাল ঘুম হলেও সকাল হতে তার মনে অতীতের কিছু স্মৃতি বার বার উকি মারছে। হঠাত বৃষ্টি বেড়ে যায়, তার ছোট্ট টিনের ঘরে বৃষ্টির রিমঝিম শব্ধ ও তীব্র আকার ধারন করে। বৃষ্টির ছন্দময় কলতানে নাহিদার জীবনের ছন্দপতনের ইতিবৃত্ত ভেসে উঠে, বালিশ্তাকে তার বুকের সাথে আরো বেশি করে জড়িয়ে নেয়, দুপাকে হাটু পর্যন্ত ভাজ করে একটু একটু নেড়ে নেড়ে কল্পনায় ডুব সাতার কাটতে থাকে।
মা বাবা ও তিন বোন দুভায়ের সংসার,নাহিদা সবার বড়, স্বাস্থ্য মোটামুটি ভালই, নাদুস নুদুস দেহে যৌবনে ভরা, চেহারা মায়বী্* হাসিটা বেশ আকর্ষনীয়, চোখের চাহনী তীরের মত যে কোন পুরুষকে গেথে নিথে পারে, বুকের উপর স্তন দুটি সুর্য্য মুখী ফুলের ফোটে আছে। এত গুন থাকা সত্বেও শ্যামলা রং এর কারনে নাহিদাকে যত টুকু ভোগ করার জন্য ছেলেরা পছন্দ
করে বিয়ে করে ঘর বাধার জন্য ততটুকু পছন্দ করেনা। আঠার বছর পার হয়ে গেলেও মনের মত কোন বর নাহিদার জন্য প্রস্তাব নিয়ে আসেনি। মাঝে মাঝে যারা প্রস্তাব নিয়ে আসে তাদের হাতে মা বাবা তুলে দিতে ব্যকুল হয়ে যায়,কেউ কেউ টাকা চায়, মা বাবা তা দিতেও রাজী। কিন্তু নাহিদার যেন তেন ছেলে পছন্দ নয়, মা বাবা কে সাপ সাপ বলে দেয় , আই বুড়ো থাকব কিন্ত যেন তেন ছেলের হাতে আমাকে তোলে দিওনা। মা বাবার মনে ভীষন চিন্তা,নাহিদার পরের দুবোনও বিয়ের সম্পুর্ন উপযুক্ত হয়ে গেছে, তারা নাহিদার চেয়ে আরো বেশী কুতসিত, রঙ যেমন কালো চেহার ও তেমন সুশ্রী নয়, দেহের কোন সৌন্দর্য্য বলতে কিছুই নেই।তিন তিনটি মেয়ে যার ঘরে বিয়ে জন্য অপেক্ষমান সে মা বাবার চোখে ঘুম থাক্তেই পারেনা। নাহিদার প্রতি তার মা বাবা খুব অসন্তোষ্ট, তার কারনেই তার মেয়ে রা জট বেধে গেছে।
একদিন আহিদার মা নাহিদাকে ডেকে বলে, তোর কেমন ছেলে পছন্দ শুনি, নাহিদা কোন উত্তর দেয়না, মা বক বক করে বলতে থাকে হুঁ হুঁ তোর জন্য রাজ পুত্তুর আসবে নাকি? লেখাপড়ার নামে কাচকলা, এইট পর্যন্ত পড়ে শেষ, তার মধ্যে ভাল ছেলে চাস, কি গুন আছে তোর? ধনির দুলাল, ডাক্তার ইঞ্জিনিয়ার ,উকিল আসবে নাকি তোকে বিয়ে করতে, অই সমস্ত লোকের বউ মারা গেছে নাকি খবর নিয়ে দেখ তাহলেও তারা তোর মত মেয়েকে বিয়ে করতে আসবে কিনা সন্দেহ আছে। মায়ের কথায়
নাহিদার বুক ভেংগে কান্না এসে যায়। কত খাটো করে দেখেছে তার মা তাকে। শুধু মাত্র কালো রঙ এর কারনে। কান্নাজড়িত গলায় নাহিদা সেদিন মাকে বলেছিল এবার যেই আসবে তার হাতে তোলে দিও। কিন্তু কোন বর আসেনা।