05-04-2023, 04:47 PM
চতুর্থ পরিচ্ছেদঃ
সন্ধায় লতিফ বাসায় ঢুকার সাথে সাথে সুহা ওকে বললো যে, সে এখনও ওর মন স্থির করতে পারে নি।
"চিন্তা করো না জান, কবির আসার আগ পর্যন্ত তুমি চিন্তা করতে পারো।"
"কিন্তু যদি আমি এটা করি, তাহলে ওকে কি তোমার জানাতে হবে না যে তোমাকে বাইরে যেতে হবে অফিসের কাজে?"
"না, আমি ওকে আগেই জানিয়ে দিয়েছি..."
"কি? আমি এখনও আমার মত বলি নি লতিফ?"
"কোন ব্যাপার না...আমি ওকে ফোন করে বলেছি, যে রাতে আমার একটা নাইট ডিউটি আছে, তাই রাতে আমি ওকে হয়ত পুরো সময় দিতে পারবো না, কিন্তু সে যেন এসে খাবার খেয়ে তোমার সাথে গল্প করে যায়। ও অবশ্য আসতে চাইছিলো না, কিন্তু আমি ওকে কিছুটা জোর করেই আসতে বলে দিয়েছি।"
"কবির কি বলেছে তোমাকে?"
"ও বললো যে, ওর আসতে কোনই অসুবিধা নেই, যদি আমি নাও থাকি, তাহলে ও তোমার সাথে সময় কাটাতে ওর ভালোই লাগবে..."
"কিন্তু, এখন যদি আমি না বলি?..."
সন্ধায় লতিফ বাসায় ঢুকার সাথে সাথে সুহা ওকে বললো যে, সে এখনও ওর মন স্থির করতে পারে নি।
"চিন্তা করো না জান, কবির আসার আগ পর্যন্ত তুমি চিন্তা করতে পারো।"
"কিন্তু যদি আমি এটা করি, তাহলে ওকে কি তোমার জানাতে হবে না যে তোমাকে বাইরে যেতে হবে অফিসের কাজে?"
"না, আমি ওকে আগেই জানিয়ে দিয়েছি..."
"কি? আমি এখনও আমার মত বলি নি লতিফ?"
"কোন ব্যাপার না...আমি ওকে ফোন করে বলেছি, যে রাতে আমার একটা নাইট ডিউটি আছে, তাই রাতে আমি ওকে হয়ত পুরো সময় দিতে পারবো না, কিন্তু সে যেন এসে খাবার খেয়ে তোমার সাথে গল্প করে যায়। ও অবশ্য আসতে চাইছিলো না, কিন্তু আমি ওকে কিছুটা জোর করেই আসতে বলে দিয়েছি।"
"কবির কি বলেছে তোমাকে?"
"ও বললো যে, ওর আসতে কোনই অসুবিধা নেই, যদি আমি নাও থাকি, তাহলে ও তোমার সাথে সময় কাটাতে ওর ভালোই লাগবে..."
"কিন্তু, এখন যদি আমি না বলি?..."