05-04-2023, 03:01 PM
(04-04-2023, 12:17 PM)ron6661 Wrote:সুধী সদস্যবর্গ এবং পাঠকবৃন্দ
আপনাদের সকলকে এই অধমের শুভেচ্ছা আর নমস্কার। দীর্ঘদিনের বিরতির পর কিছু লেখার ইচ্ছেটা আবার মাথাচাড়া দিয়েছে। প্রথম লেখার প্রচেষ্টায় শুরু থেকেই আপনাদের তরফ থেকে যে সমর্থন, ভালোবাসা আর সুচিন্তিত মতামত পেয়েছি তার জন্য আপনাদের কাছে আমি বিশেষ ভাবে ঋণী। আমার চঞ্চল মস্তিষ্ক আর অস্থির মনের ধাক্কায় অত্যন্ত সাহসের সাথে যে কাজ শুরু করেছিলাম তা মাঝপথেই অসমাপ্ত রেখে ছুটি নিয়েছিলাম। এরকম অসম্পূর্ণ অজস্র কাহিনীমালা এই ফোরামের বিভিন্ন অংশে ছড়িয়ে রয়েছে এবং তার মধ্যে অনেক কাহিনীই প্রবল সম্ভবনাময়। অনুভব করি এই সব অগ্রন্থিত মনি-মানিক্যরাজির অসম্পূর্ণতা অনুগত পাঠকবৃন্দের সাথে বিশ্বাসঘাতকতার সমতুল এবং তার দায় স্রষ্টার। এই অধমও একই দোষে দুষ্ট। এই অধমের কল্পনায় মনি - মানিক্যের সৃষ্টি না হলেও সাধারণ পুঁথির মালা যে তৈরি করতে পারবে আপনাদের উৎসাহে সে আত্মবিশ্বাস তার এসেছে। তাই বা কম কি ? প্রায়শ্চিত্তস্বরূপ নতুন কোন কাহিনীর অবতারণা না করে এই যাত্রাপথে যেখানে থেমে ছিলাম সেখান থেকেই আবার শুরু করছি। আগের মতনই আপনাদের সহযোগিতা প্রার্থনা করছি।
Theme thaka golpo ta natun uddome suru korar jonno anek anek dhonyobad. Asha kori apni golpo take aro sundar bhabe anek dur egiye niye parben, etai kamya.