04-04-2023, 10:52 PM
"আমি শুধু বলতে চাইছি যে, কবির আমাদের খুব ভালো বন্ধু, ওর ভালবাসাকে হারিয়ে সে এখন খুব খারাপ অবস্থার মধ্যে আছে। তুমি আর মলি ছোটবেলার বন্ধু। তাই, যদি তুমি মনে করো যে কবিরকে যে কোনভাবে তোমার সাহায্য করা উচিত, তাহলে তা করতে দ্বিধা করো না, জানু। যদি সেটা খুব ব্যাক্তিগত আর অন্তরঙ্গ জিনিষ ও হয়, তাহলে ও ওকে মানা করো না, কারন আমি নিজে ও জানি, যে ওর এই মুহূর্তে কি দরকার...আমি ওর ভিতরের কথা বুঝতে পারি...সেই রকম কিছু ওর সাথে করলে ও সেটা আমাদের দুজনের সম্পর্কে এক ফোঁটা ও ক্ষতিকর কিছু হবে না, এটা আমি তোমাকে নিশ্চিত করে বলতে পারি..."-লতিফ থামলো, "অবশ্য, সেটা যদি তুমি আমাকে পুরোপুরি জানাও, তাহলেই...কি হয়েছে, কি ঘটেছে, সব আমাকে বিস্তারিত করে বলতে হবে...তুমি যদি কিছু করে থাকো, বা তুমি কিছু করতে চাও ওর জন্যে, সব কিছু...কারন এখন ওর দিকে আমাদের বন্ধুত্তের হাত বাড়িয়ে দেয়ার সময়...তাই আমাকে যদি তুমি জানাও, তাহলে, ওর সাথে তোমার যে কোন ঘটনা আমি মেনে নিতে পারবো, কিন্তু যদি সেটা পরে জানি, বা অন্য কারো কাছ থেকে জানি, তাহলে সেটা আমার জন্যে খুব কষ্টকর ব্যপার হয়ে যাবে..."
সুহার মনে হলো যে কেউ যেন ওকে ধাক্কা দিয়ে এক কোনায় ফেলে দিলো, এখন ওকে সব স্বীকার করতেই হবে, সব কিছু, প্রতিটি অশ্লীল কথা, অশ্লীল কাজ, সব বলে দিতে হবে লতিফকে এখনই।
"লতিফ"-সুহা একটু পরীক্ষার ছলে ডাক দিলো।
লতিফ ওর হাত মুছে সুহাকে নিজের বাহুর বন্ধনে জড়িয়ে ধরে ওর কানে কাছে মুখ নিয়ে ফিসফিস করে বোলো, "বলো, জানু..."
সুহার মনে হলো যে কেউ যেন ওকে ধাক্কা দিয়ে এক কোনায় ফেলে দিলো, এখন ওকে সব স্বীকার করতেই হবে, সব কিছু, প্রতিটি অশ্লীল কথা, অশ্লীল কাজ, সব বলে দিতে হবে লতিফকে এখনই।
"লতিফ"-সুহা একটু পরীক্ষার ছলে ডাক দিলো।
লতিফ ওর হাত মুছে সুহাকে নিজের বাহুর বন্ধনে জড়িয়ে ধরে ওর কানে কাছে মুখ নিয়ে ফিসফিস করে বোলো, "বলো, জানু..."