03-04-2023, 08:35 PM
(03-04-2023, 01:21 PM)nextpage Wrote: ভেবেছিলাম সৌরভের জীবনে আর সৌরভ ছড়ানো হলো না বুঝি। কিন্তু শেষ দিকে এসে একটা লাইন সব উলট পালট করে দিলো।
'ওর সেই মানুষ হবার চান্স আছে' শফিকুল কে জিতিয়ে দিয়ে নিজের জয় ছিনিয়ে নিলো সে।
জয় পরাজয় বড়ই গৌণ বিষয় । অন্তত সৌরভের জন্য , এখনো সৌরভ ব্যাটা বুঝতে পারেনি যদিও । তবে দুই চারদিনের মাঝে বুঝে যাবে ।