03-04-2023, 07:53 PM
(03-04-2023, 09:20 AM)pimon Wrote: মাঝে মাঝে নিজের ভাগ্যকে বিশ্বাস হতেই চায় না! একজন কিংবদন্তী লেখকের সময়ে বেঁচে থাকা, তাঁর অতুলনীয়া শব্দজালে নিয়মিত হারিয়ে যাওয়া মোটেই সোজা কথা নয়!! আপনার মতো লেখিকারা আছেন বলেই এই পৃথিবীতে আরো কিছুদিন বাঁচার আগ্রহ তৈরি হয়....ভালো থাকবেন, ভালো রাখবেন!!
সালাম+ রেপস
''সাত ঘড়া মোহর'' - অনন্যসাধারণ গল্পটি যুগপুরুষ শ্রীরামকৃষ্ণ-কথিত । - যে ঘড়ার শেষটি অর্ধ-পূর্ণ । অর্ধেক খালি সেই ঘড়াটি পূর্ণ করার মরণপণ প্রয়াসী হয়েছিল রাজার নাপিত । - শেষে , সবক'টি ঘড়া-ই 'ছেড়ে দে মা কেঁদে বাঁচি' ব'লে যক্ষকে ফেরৎ দিয়েছিল । - না , আমার ক্ষেত্রে ফেরতের প্রশ্ন-ই নেই । - কারণ , অর্ধ-রিক্ত আমার ঘড়া পূর্ণ নয় , উপছে দিয়েছেন - আপনি জনাবজী । ...... রম''জান''-সালাম নয় - কুর্ণিশ । আপনাকে জী ।