03-04-2023, 12:34 AM
(02-04-2023, 12:03 PM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote: অনবদ্য বিশেষ করিয়া কবিতাগুলি। কোন এক স্থানে পড়িয়াছিলাম, চিরন্তনী প্রেমের কাহিনীতে আপনার টেক্কা মেলা ভার! এই কাহিনী পুনরায় সেকথা স্মরণ করাইয়া দিতেছে। শেষ পঙ্ক্তিটী চমৎকার, মাছের বঁড়শীতে গাঁথা এখন শুধুই সময়ের অপেক্ষা। তাহার অর্থ রহস্য ঘন হইতেছে। যখন গসিপিতে ধর তক্তা মার পেরেক গোছের লেখনীতে ভরিয়া গিয়াছে তখনও আপনার ন্যয় কয়েকজন এখনও গল্পের মতই গল্প লিখিতেছেন, তাহারা জীবন হইতে উৎসারিত হইয়া জীবনেরই গান গাহিতেছে। ইহাই সম্ভবতঃ এই অতিথির এখনও পর্য্যন্ত সবচাইতে বড় পাওনা। লাইক এবং রেপু চরণে প্রদান করিলাম মহাশয়, আগামী পৃষ্ঠার অপেক্ষায় রহিলাম।
এমন মন্তব্যে লেখার শক্তি খুঁজে পাই।
এখন ধর তক্তা মার পেরেক এরই ভোক্তা বেশি।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।