02-04-2023, 11:06 PM
মলি ওর সাথে প্রতারনা করতে পারে, এটা যেন কোনভাবেই কবির মেনে নিতে পারছে না। মলির মৃত্যু মেনে নেয়া অনেক সহজ ওর কাছে, মানুষ তো চিরদিন এই পৃথিবীতে থাকে না, তাই না? এখন ওকে অনেকেই বোকা, বুদ্ধিহীন লোক বলে মনে করে, কিন্তু কবির যে কি পরিমান বিশ্বাস করতো মলিকে, সেটা এখন ওর আশেপাশের লোককে বুঝানো খুব কঠিন ওর জন্যে। কবির জানতো যে নতুন একটা প্রজেক্টের কাজের জন্যে মলিকে এখন প্রচুর শ্রম দিতে হচ্ছে, সপ্তাহে দু-একদিন মলি কিছুটা রাত করে ও ঘরে ফিরতো। কবির জানে যে মলি ওর কাজের ব্যাপারে খুব বেশি সিরিয়াস সব সময়। কিন্তু মলির ব্যবহার বা আচার আচরনে এমন কোন সন্দেহ ওর মনে কোনদিনই উদয় হয় নি যে ওর অন্য কারো সাথে কোন ধরনের সম্পর্ক তৈরি হতে পারে, কারন, মলি যতই ক্লান্ত থাকুক বা রাত করে ঘরে ফিরুক, কবিরের শারীরিক চাহিদা ওর ইচ্ছেমত মিটাতে সে কখনওই দ্বিধা করতো না। বেশ রাতে মলি ঘরে ফিরার পরে ও কবির আর মলি রাতে তিনবার টানা সেক্স করেছে, এমন ও উদাহরন ওদের অনেকই আছে। কবিরের সাথে সেক্সের খেলায় মলির যেন কোনদিনই আগ্রহের কোন কমতি ছিলো না, কবিরের কাছে সব সময় যেন একদম সেই পুরনো প্রাণবন্ত মলিই প্রতি রাতে দেখা দিত।