02-04-2023, 11:06 PM
অনেকেই হতাশ হচ্ছেন। হেমন্তের অরণ্যে কি অসমাপ্ত থেকে যাবে? কথা দিচ্ছি এই গল্প শেষ হবে, ঠিক যেমন চিত্র সহকারে চলছিল তেমনই এর শেষ হবে। কিন্তু লেখক হিসেবেও কিছু আগ্রহ থাকা চাই। তাই বেশ কিছু সময় পরে এর ধারাবাহিকতা চালু হবে, তখন হয়ত ইংরেজি গল্পটিতে আপডেট কিছুদিনের জন্য থেমে যাবে। দুটো গল্পই শেষ করব। কথা দিচ্ছি।