02-04-2023, 10:25 PM
কলমচি, খুবই সুন্দর লিখে চলেছো. একটা অনুরোধ ছিলো, লেখা খুব বেশী post-এ ভাগ না করে এক বা দুই post-এ দিলে ভালো লাগে. এই গল্পেরই প্রথমদিকে তুমি অযথা অনেকগুলি post-এ লেখা দিয়েছিলে, সেটা আরো কম post-এ হতে পারতো, তাতে তোমার লেখাটা অনেক compact দেখাতো. কিন্তু তোমার আজকের post নিয়ে কোনো আপত্তি নেই, যথাযথ ভাবেই একটি পরিচ্ছদ শেষ হওয়ার পর পরবর্তী পরিচ্ছদটি নতুন post-এ দিয়েছো. তাই অনুরোধ যে, 'একটি পরিচ্ছদ একটি post' - এই রীতি বজায় রেখে লেখা দিয়ে যাও. যদি একটি পরিচ্ছদ একটি post-এ দেওয়া সম্ভব না হলে, তখন সেই পরিচ্ছদটিকে সমান দুটি পরিচ্ছদে ভাগ করে দিও. আর অক্ষরগুলি আরো একটু বড় করে দিলে পড়তে আরো ভালো লাগবে - সুখপাঠ্য হয়ে উঠবে. তুমি font size 4-এ দিতেই পারো. আর অন্য কোনো বিষয় নিয়ে অনুযোগের উপায় রাখোনি.
আর হ্যাঁ, এই ভাবেই লিখতে থাকো.