02-04-2023, 02:47 PM
(26-03-2023, 02:34 PM)Uzzalass Wrote: মিউজিক প্লেয়ার টা যখন মার্শাল তখন ভেবে নিতে বাধ্য হচ্ছি যে মহাবীর্য দা লেখনীর মতই এবং সঙ্গীত সুধাপান এর টেস্ট টাও অভুতপূর্ব।। পুলকিত হলাম আরও একবার
আপনাকে আজ লাইক রেপুর আড়ালে নয় স্বমহিমায় সশরীরে অবতীর্ণ হতে দেখে ভীষণ খুশী হয়েছি। আমার যে চাকরি তাতে জয়েনিং এর দুই বছর প্রবেশনে থাকতে হয়। এই দুই বছরে বিভিন্ন জায়গায় পোস্টিং হয়। কয়েক মাস থেকে বিদায় নিতে হয়। সেরকমই এক বিদায়কালে বিদায় সংবর্ধনায় অফিসের স্টাফরা আমার গান শোনার বাতিক মাথায় রেখে এটা উপহার দিয়েছিল। তারপর থেকে এটা আমার সবচাইতে প্রিয় উপহার হয়ে উঠেছে। সেই পুরোনো আমলের রেডিওর মত দেখতে মডেলটা।
আর সঙ্গীতের টেস্টটা ভাল না মন্দ বলা মুশকিল। আমার যা ভাল লাগবে অন্যের তা নাও লাগতে পারে। তবে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন বিভিন্ন গল্পে তার উল্লেখ থাকেই। যেমন এখন ধরুন এটা লেখার সময় ওই মার্শালের মিউজিক প্লেয়ারেই বাজছে একটা মন খারাপ করে দেওয়া পিয়ানো আর বেহালার সুর, Ludovico Einaudi মহাশয়ের বিশ্ব কাঁপানো সৃষ্টি Experience। একবার শুনবেন।