02-04-2023, 02:10 PM
(21-03-2023, 05:17 PM)Kallol Wrote: বলি ও মশাই। এই রতন দার ঠিকানা টা একটু দেবেন। কোমরের নিচে হয়তো ডান্ডা ঠিক মত খাড়া হয়না, আবার মনের মধ্যে রসের ফল্গুধারা বইছে। কবিতা শুনাতে গিয়ে শেষে । বৌদির বরের কাছে কেলানি না খেতে হয়!!!!!
ওই ভয়ে আমিও আছি মশাই কেলানি খাওয়ার ভয়ে পুরো জমেই গেছি বলতে পারেন আর কী!!
আর রতনদার ঠিকানা চাইছেন? আপনি নিরুদ্দেশপুরের বাস ধরুন, সেখান থেকে অচিনপুর হেঁটে গেলে মাইল পাঁচেক। ব্যস ব্যস ওখানে গিয়ে খোঁজ করবেন দেখবেন রতনে রতন ঠিক চিনে যাবেন।