02-04-2023, 01:28 PM
(25-03-2023, 06:40 PM)Baban Wrote: জীবন যুদ্ধে প্রতিটা ধাপ যেভাবে ফুটিয়ে তুলছো ভায়া উফফফ। আপন পর মিলেমিশে যায় অন্ধকারে যখন নিজের অসফল রূপটা কেউ বার বার চিনিয়ে দেয়। সোজাসুজি না হোক অন্য পথে। এটাই হয়তো মানব জীবনের একটা বৈচিত্র। পরিস্থিতি পাল্টে ফেলতে পারে এক মানুষের অনুভূতি। কিন্তু তবুও লড়ে যায় মানুষ। নিজের ঠিক ভুল নিয়েই এগিয়ে যায়। সফলতার লক্ষে। অন্ধকারে ডুবেই এগিয়ে যায় আলোর পথে। দারুন লাগলো ♥️♥️
এই কাহিনী লিখিবার কালে আমি বহুকিছু ভাবিয়াছি মিত্র। যদি এইরূপ ঘটনা ঘটে তবে মানসিক টানাপোড়েন কেমন হইতে পারে এইসব ভাবনা। জীবন কাহিনী ইহা, ইহাকে বাস্তবের মাটিতে রাখিতেই হইবে। আর মাত্র পাঁচটি পর্ব্ব আছে। আশা করি, তাহাতে এক মূর্খের কালিদাস হইবার কাহিনী প্রতিভাত করিতে পারিব।