02-04-2023, 11:51 AM
(02-04-2023, 09:16 AM)Sanjay Sen Wrote: দারুন দারুন কিন্তু দামে কম মানে ভালো, কাকলি ফার্নিচার এই কথাটা আগে কোথায় যেন শুনেছি।
যদ্দুর স্মরণ হইতেছে সঞ্জয়দা, সম্ভবতঃ একবার আনন্দবাজারে একটি প্রতিবেদন ছাপা হইয়াছিল, পুববাংলার একটী আসবাব সংস্থা যাহার নাম কাকলী ফার্ণিচার। উক্ত সংস্থাটী একটী বিজ্ঞাপণ প্রকাশ করিয়াছিল যাহাতে দুইটী বালিকা এক সোফার উপরে ঝাঁপাইতেছে আর কহিতেছে, "দামে কম, মানে ভাল কাকলী ফার্ণিচার!" প্রতিবেদন অনুযায়ী এই বিজ্ঞাপণ নাকি তুমুল জনপ্রিয় হইয়াছিল।