01-04-2023, 10:56 PM
(01-04-2023, 06:49 PM)Baban Wrote: টান যেমন একটা ফিল গুড টাইপের সুন্দর একটা গপ্পো, তেমনি এটা বেশ মজার। দুটোই একসাথে পড়লাম। যদিও টান জয়ী কিন্তু এটাও কিন্তু বেশ লাগলো। বিশেষ করে মামাবাবুর কথাটা ভেবে। এই অলংকারে বেশি বাড়াবাড়ি হলে মাথা তো গরম হবেই। আর শেষে ওই বাচ্চা দুটোর ডায়লগ
এই ধরণের এন্ডিং ওয়ালা গল্প গুলো বেশ ভালো লাগে। অ্যাবস্ট্রাক্ট টাইপের।
অনেক অনেক ধন্যবাদ
(01-04-2023, 09:37 PM)Somnaath Wrote: লেখকের sense of humour যে অসাধারণ, সেটা এই ছোট্ট গল্পটা পড়লেই বোঝা যায়। একদিকে কোভিড অন্যদিকে কাকলি ফার্নিচার - দুইয়ে মিলে জম্পেশ একটা পরিবেশন। পাত্রীর কাকা আর পাত্রের মামার conversation was just awesome, ভালো লাগলো।
অসংখ্য ধন্যবাদ বন্ধু
(01-04-2023, 10:23 PM)ddey333 Wrote: এটা আগে পড়েছি কোথাও , নতুন লেখা নয়।
তবে ছবিটা দারুন।