31-03-2023, 09:02 PM
(This post was last modified: 14-04-2023, 06:33 PM by ddey333. Edited 2 times in total. Edited 2 times in total.)
আজকাল কবিতা লিখতে গেলেই শব্দগুলো হয়ে যায় লতানো গাছ!স্বর্ণলতার মতো জড়িয়ে ওঠে স্তবক থেকে স্তবকে।
কখনও শব্দের ফাঁক থেকে বেরিয়ে আসে নীল জলের নদী –
তোমার শান্ত চোখের মতো।
অরণ্য এসে খেলা করে সাদা পাতায় –
অক্ষরগুলো ঝর্নার মতো সশব্দে প্রবাহিত।
কখনও বা, কবিতা হয়ে যায় একটা মেঘরঙা দুপুর!
ছায়া-মেঘের খুনসুটি –
তোমার এলোমেলো চুলে আঙুল চালায়।
মেঘের দল জলচুরি শাড়ি পরে, কাজল আঁকে চোখে।
আবার, সাদা পাতাগুলো কখনও হয়ে ওঠে জামরঙা রাত!
শব্দগুলো নিছক তারা।
আমি জামদানি, তুমি গিলে করা পাঞ্জাবি – কবিতার রাতে।
শব্দের ফুলদানি রজনীগন্ধায় মাতে।
কোন এক দিন কবিতা হবে নিষ্কলুষ জ্যোৎস্নার রাত –
তোমার চোখ ছুঁয়ে জ্যোৎস্না আসবে স্থবির রাতে;
জানালার কাঁচে বন্দি হবে চাঁদ।
ছায়াপথ, নীহারিকার চোরা স্রোত বইবে পাতায়।
তুমি এসে দাঁড়াবে নিঃশব্দে –
দেখব, তোমার চোখে খেলা করছে কত কবিতা, শব্দ, অক্ষরের এলোমেলো স্বর্ণলতা, নদী, রাত, জ্যোৎস্নার দুপুর।