30-03-2023, 06:43 PM
(This post was last modified: 30-03-2023, 06:43 PM by ddey333. Edited 1 time in total. Edited 1 time in total.)
হোক ধ্বংস
সম্পদ, তাও আজও পাইনা গভীরে ধস টের।
একা বিচ্ছেদ
থাকে ফল্গুনামায় বহমান মনোকষ্টের।
আসে গন্ধ
জানি ফাল্গুন কাছে, ঋতায়তে মধুবাতা সে
তবু ঠান্ডা
আজও হয় না নীল প্রেমহীন মন বাতাসে।
যত ঝিলমিল
ছাদে রোদ্দুর ডালপালা জুড়ে চাকচিক্যই
হোক শেষমেশ
আসে প্রশ্ন ভুলের উপসংহারে ঠিক কই!
অণুজীব তার
ছুরি ঝলসায় উপ্তের পরে নীল বিষ শ্বাস
বিশ হেমলক
শেষে ভাঙতে ভাঙতে ভাঙে সে অটুট বিশ্বাস..
পথ বন্ধুর
দ্বিধা দ্বন্দ্ব,যায় ইচ্ছেরা হাত ফস্কে
দিন শেষ হয়
দিই সব দোষ মুখ বদলে দেওয়া মুখোশকে।
আল টপকায়
আলটপকা যদি নিশানায় ছোঁড়া সব তীর
অতিপর্বেই
এক ইতিকথা সব স্বপ্নের পরে সত্যির।
সে ভূকম্পন
আসে আসবে বলেই কেউ না পারুক জানতে
আজও অপেক্ষা তাই
তোমার জন্য একাকী এবং একান্তে।
সম্পদ, তাও আজও পাইনা গভীরে ধস টের।
একা বিচ্ছেদ
থাকে ফল্গুনামায় বহমান মনোকষ্টের।
আসে গন্ধ
জানি ফাল্গুন কাছে, ঋতায়তে মধুবাতা সে
তবু ঠান্ডা
আজও হয় না নীল প্রেমহীন মন বাতাসে।
যত ঝিলমিল
ছাদে রোদ্দুর ডালপালা জুড়ে চাকচিক্যই
হোক শেষমেশ
আসে প্রশ্ন ভুলের উপসংহারে ঠিক কই!
অণুজীব তার
ছুরি ঝলসায় উপ্তের পরে নীল বিষ শ্বাস
বিশ হেমলক
শেষে ভাঙতে ভাঙতে ভাঙে সে অটুট বিশ্বাস..
পথ বন্ধুর
দ্বিধা দ্বন্দ্ব,যায় ইচ্ছেরা হাত ফস্কে
দিন শেষ হয়
দিই সব দোষ মুখ বদলে দেওয়া মুখোশকে।
আল টপকায়
আলটপকা যদি নিশানায় ছোঁড়া সব তীর
অতিপর্বেই
এক ইতিকথা সব স্বপ্নের পরে সত্যির।
সে ভূকম্পন
আসে আসবে বলেই কেউ না পারুক জানতে
আজও অপেক্ষা তাই
তোমার জন্য একাকী এবং একান্তে।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)