28-03-2023, 02:11 AM
দেরি হবার জন্য দুঃখিত। সময় করে উঠতে পারছিলাম তাই পড়াও হচ্ছিলো না। আজ একসাথে সবটা পড়ে নিলাম।
প্রতিটা পর্বের আলাদা একটা স্বাদ আছে। যেমনি করে রয়েছে সাসপেন্স আর গল্পের ধার। প্রতিটি পর্বে আলাদা রকমের একটা ফ্লেভার থাকে আগে থেকে অনুমান করাটাও বড্ড কঠিন।
এটাই হয়তো ছুপা রুস্তমের ক্যালমা, কখন কি হবে সেটা আন্দাজ করা যায় না। শুরুতের রুস্তমের বিছানায় নিজের বৌয়ের সাথে কেমন খেলে সেটার ভাবনা থাকলেও পরের পর্বেই সেটা অন্যদিকে মোড় নিলো আর শেষ দিকে এসে সেটা তো পুরো কেল্লাফতে। সেই সাথে কিছু প্রশ্নর
সৃষ্টি করে গেল, সেগুলোর উত্তর অনুমান করেই সুখ নিতে হবে।
প্রতিটা পর্বের আলাদা একটা স্বাদ আছে। যেমনি করে রয়েছে সাসপেন্স আর গল্পের ধার। প্রতিটি পর্বে আলাদা রকমের একটা ফ্লেভার থাকে আগে থেকে অনুমান করাটাও বড্ড কঠিন।
এটাই হয়তো ছুপা রুস্তমের ক্যালমা, কখন কি হবে সেটা আন্দাজ করা যায় না। শুরুতের রুস্তমের বিছানায় নিজের বৌয়ের সাথে কেমন খেলে সেটার ভাবনা থাকলেও পরের পর্বেই সেটা অন্যদিকে মোড় নিলো আর শেষ দিকে এসে সেটা তো পুরো কেল্লাফতে। সেই সাথে কিছু প্রশ্নর
সৃষ্টি করে গেল, সেগুলোর উত্তর অনুমান করেই সুখ নিতে হবে।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।