27-03-2023, 07:55 AM
(27-03-2023, 01:41 AM)Boti babu Wrote: যৌনতা ছাড়াও একটা ভালো থ্রিলার গল্প লেখা যাই তুমি তা দেখিয়ে দিয়েছো ভাই । কি বলবো যে জায়গাতে এনে প্রথম পর্ব শেষ করলে তা এক কথাই দুর্দান্ত হয়েছে। এক বছর আগের লেখা আর এখনকার লেখা পড়ে যে কেউ বলে দিতে পারবে তোমার লেখার ধার অনেক বেড়ে গেছে। ভালোবাসা রইলো সাথে আশীর্বাদ রইলো ভবিষ্যতে যেন আরো উৎকৃষ্ট মানের লেখা লিখতে পারো । লাস্ট একটা কথা বর্তমান xossipy চলমান থ্রিলার গল্প গুলির মধ্যে অন্যতম বেস্ট ছিল।ধন্যবাদ ভাই

(27-03-2023, 02:59 AM)Arpon Saha Wrote: কি আর বলবো আমার জীবনে পড়া বেস্ট গল্প এটি। অনুরোধ করছি এই গল্পের ২য় পার্ট দিয়েন প্লিজ প্লিজ প্লিজ।আর দাদা আপনি এভাবেই লিখে যান। জনপ্রিয় হবে কি না হবে সেটা ঈশ্বরের হাতে।
ধন্যবাদ পাশে থাকার জন্য

জনপ্রিয় হোক বা না হোক কিন্তু যারা পড়ছেন তারা লাইক রেপু নাই দিল কিন্তু অন্তত কমেন্ট করে রিভিউ তো জানাতেই পারে, এটুকুও যদি না পাই তবে কি লিখতে ইচ্ছে হয় আপনিই বলুন।
I'm the King of Dark
&
I rule over all Devils

