Thread Rating:
  • 56 Vote(s) - 3.13 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
WRITER'S SPECIAL ধুম্রগড় রহস্যে বড়বৌদি (চতুর্থ পর্ব প্রকাশিত)
#68
(12-03-2023, 01:50 PM)মহাবীর্য দেবশর্মা Wrote:
মহাবীর্যের আগমণ বার্তা

২৭শে ফাল্গুন, ১৪২৯



"একটি আছে দুষ্টু মেয়ে, / একটি ভারি শান্ত, / একটি মিঠে দখিন হাওয়া, /  আরেকটি দুর্দান্ত" — ছোটবেলায় এ কবিতা পড়েনি এমন লোক মেলা ভার! কিন্তু সেই কবিতায় বলা একজনেরই ভিন্ন ভিন্ন সত্ত্বা যদি বাস্তবেও আসে তবে কেমন হয়! নাক সিঁটকালে তো হবে না, ভাল হোক বা খারাপ আমার সাথে কিন্তু সেটাই ঘটেছে! একই আমি'র দুই ভিন্ন ভিন্ন সত্ত্বার মহাদ্বন্দ্ব! বৌদির চুমু হামি শীর্ষক একটি আদ্যন্ত যৌন কাহিনী লেখার চেষ্টায় ব্রতী হওয়া থেকেই বোধহয় সেটার সূচনা! তারপর থেকে যতবারই আমি কোন যৌনতা নির্ভর কাহিনী লিখতে গেছি প্রতিবার কেউ হাতটা টেনে ধরেছে। কলম সরতে চাইলেও হাত নড়ে না, এদিকে মাথার ভিতরে প্লট গিজগিজ করছে, নিশপিশ করছে আঙুল লিখবার জন্য! একই অবস্থা হচ্ছে যৌনতাগৌণ কাহিনী লিখতে গেলেও, কেউ যেন মহাবীর্য্যকে এগুতে দিচ্ছে না! নিজের ভিতরের হরি আর হরের এমন দ্বন্দ্বে আমার পাঠককুলের হয়েছে সাড়ে সর্বনাশ! তারাও বুঝে উঠতে পারছে না আমার হলটা কী! একজনের থ্রেডে আরেকজন কমেন্ট করে দিচ্ছে, একজনের না লেখার জন্য আরেকজন পাঠকদের তিক্তরস পান করছে। নিজের মধ্যে নিজের এমন লড়াই আমাকে বিশেষ করে আমার সমগ্র লেখক সত্ত্বাকে বিপন্ন করে দিয়েছে! শেষ অবধি একজন পথ বাতলে দিল, বলল যখন বনিবনা হচ্ছেই না তখন নাহয় হাঁড়ি আলাদা করে দাও। নিজের নিজের মত দুজনে কাহিনী লিখুক। যে ধ্রুপদীতে বিশ্বাসী সেই আদ্যিকালের মহাবীর্য্যও থাকুক আর নবীন হাওয়ায় জন্ম যার সেই রূপও থাকুক। তাই নিয়ে এলাম এক নতুনরূপে আপনাদের সামনে আমার এই আধুনিক সত্ত্বাকেও, যার নাম মহাবীর্য দেবশর্মা! এ কিন্তু মহাবীর্য্য দেবশর্ম্মা নয়। জানিনা, এই নতুন মহাবীর্যের গল্প আপনার কতটা ভাল লাগবে, অচেনা আঙ্গিকের এই মহাবীর্য দেবশর্মাকে নিয়ে আমি নিজেও যথেষ্ট সন্দিহান। তার লেখার মুন্সীয়ানা আদত মহাবীর্য্য দেবশর্ম্মার ধারে ভারে চাপা পড়ে কিনা তা হয়তো পাঠকেরাই বলতে পারবেন। ২০০ এর বেশী রেপুটেশন দিয়ে আপনারা দু'হাত খুলে মহাবীর্য্যের ঝুলি ভরেছেন। আমার দৃঢ় বিশ্বাস এই নতুন মহাবীর্যকেও আপনারা সাদরে গ্রহণ করবেন। তাই শেষ বিচারের দায়িত্ব আমি আপনাদের কাঁধেই রাখলাম। যখন এই আগমনী বার্তা লিখছি,  আমার মার্শালের মিউজিক প্লেয়ারে গান বাজছে,

"এক জনে ছবি আঁকে এক মনে, ও মন
আরেক জনে বসে বসে রঙ মাখে, ও মন
ও আবার সেই ছবিখান নষ্ট করে
কোন জনা, কোন জনা,
সেই ছবিখান নষ্ট করে
কোন জনা, কোন জনা,
তোমার ঘরে বসত করে কয় জনা 
মন জানো না
তোমার ঘরে বসত করে কয় জনা…"




Namaskar Namaskar Namaskar

মিউজিক প্লেয়ার টা যখন মার্শাল তখন ভেবে নিতে বাধ্য হচ্ছি যে মহাবীর্য দা লেখনীর মতই এবং সঙ্গীত সুধাপান এর টেস্ট টাও অভুতপূর্ব।। পুলকিত হলাম আরও একবার  Heart Heart
[+] 1 user Likes Uzzalass's post
Like Reply


Messages In This Thread
RE: ধুম্রগড় রহস্যে বড়বৌদি । মহাবীর্যের আগমণ - by Uzzalass - 26-03-2023, 02:34 PM



Users browsing this thread: 2 Guest(s)