26-03-2023, 01:53 PM
(26-03-2023, 05:36 AM)ddey333 Wrote:
প্রতিটি চুমুর শেষে
একটি করে রঙিন পালক খসে যায় পাখিটির।
প্রতিটি সঙ্গমান্তে সেই মৃত পালক
লিখে রাখে একটি করে শব্দ।
দু'শ আশিটি সৌরদিবস পার হলে
প্রসব করে একটি বিকলাঙ্গ কবিতা।
এবং মৃত্যুর আলিঙ্গনে ধরা দেয় পাখি।
প্রেমিক পাখিটি যত্নে চিতা সাজায়।
কিন্তু প্রতি বার চিতাভস্ম থেকে জন্ম নেয়
আর একটি পাখি।
জন্ম থেকে জন্মান্তরে
ধীরে ধীরে বিবর্ণ হয়ে আসে পালক।
মর্মার্থ বড্ড গভীর
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।