26-03-2023, 01:52 PM
(26-03-2023, 05:47 AM)ddey333 Wrote: সব সম্পদ
হয় ধ্বংস, তবু পাই না গভীরে ধস টের।
একা বিচ্ছেদ
থাকে ফল্গুর স্রোতে বহমান মনোকষ্টের।
আসে গন্ধ
জানি শিউলি সকাল কমলা শ্বেত প্রাচুর্যের
তবু বন্ধ
আজও হয় না শব্দ দুন্দুভি,রণতূর্যের...
যত ঝিলমিল
ছাদে রোদ্দুর ডালপালা জুড়ে চাকচিক্যই
হোক, শেষমেশ
আসে প্রশ্ন ভুলের উপসংহারে ঠিক কই!
ছুরি ঝলসায়
অণুজীব বিষাক্ত,হেমলক- নীল নিশ্বাস
বিশ হয় বাইশ
শেষে ভাঙতে ভাঙতে ভাঙে সে অটুট বিশ্বাস..
পথ বন্ধুর
দ্বিধা দ্বন্দ্ব,পালায় ইচ্ছেরা হাত ফস্কে
দিন শেষ হয়
দিই সব দোষ মুখ বদলে দেওয়া মুখোশকে।
আল টপকায়
আলটপকাই যদি নিশানায় ছোঁড়া সব তীর
অতিপর্বেই
এক ইতিকথা দুঃস্বপ্নের মতো সত্যির।
তবু আসবেই
জানি আকাশ-গল্প কেউ না পারুক জানতে
তাই করি অপেক্ষা
তোমার জন্য একাকী এবং একান্তে।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।