26-03-2023, 01:51 PM
(26-03-2023, 06:18 AM)ddey333 Wrote: নির্ঘুম দৃক; আত্মার যাপন!
স্মৃতিগুলো ই জীবনের বড় শাস্তি---
বেদনার করতলে শর্বরী নেমে আসে- সমান্তরাল জ্বলছে -
অনুভূতি-বিবেক-----
নিঃসঙ্গ অন্ধকারের ভেতরে আরেকটা নিঃসঙ্গ অন্ধকারের প্রত্যাবর্তন
শূন্যলোকে---!
দুঃখের অপর নাম সুখ!
যন্ত্রণার উনুনে পুড়ছে হৃদপিন্ড
যা অমুদ্রিত অন্তর ক্ষতের আখ্যান!!!
নিষ্ঠুর আল্পনা দেয় সময়ের কাঁটাতার---
বিহঙ্গের দর্শনে ঝরে নোনা জল;
প্রতিটি হৃদয়ই যাপন করে সয়ে যায় সব ক্ষত!!!
লাইন গুলো কোথাও গিয়ে খুব আঘাত করে, কাঁটায় ক্ষতবিক্ষত করে তারপর অবাক করে শান্তির মলম লাগায়
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।