26-03-2023, 06:24 AM
(This post was last modified: 26-03-2023, 06:25 AM by ddey333. Edited 1 time in total. Edited 1 time in total.)
সারা বাড়ি মায়া মায়া গন্ধের রেশ
আদরের পদাবলী, প্রিয় অভ্যেস
সকালে চায়ের জলে ফুটে ওঠে দিন
ভালবাসা চিরকালই যেচে পরাধীন;
হেঁশেলের কারুকাজ, ভাষা চেনা চেনা
অভিমান হলে কেউ মুখে বলবে না
ছুঁয়ে দিলে সেরে যায়, যেখানে যা ক্ষত
অসুখের ঘোরে ঠিক যেন মা'র মত।
দুপুরের দিকে পাখি আসে জানালায়
যতবার কাছে ডাকি, উড়ে চলে যায়
বসন্ত বেয়াদব, নেশা আনে চোখে
সারাদিন সারারাত কাছে চায় ওকে...
গল্পই বেঁচে থাক, বাস্তব যা তা
নটে গাছ মুড়োয়না এত সুখী পাতা
বিকেলবেলার গাছে অপেক্ষা জারি
তোমাকে তো ভালবেসে মরে যেতে পারি
এইসব ভালবেসে মরে যেতে পারি।।
আদরের পদাবলী, প্রিয় অভ্যেস
সকালে চায়ের জলে ফুটে ওঠে দিন
ভালবাসা চিরকালই যেচে পরাধীন;
হেঁশেলের কারুকাজ, ভাষা চেনা চেনা
অভিমান হলে কেউ মুখে বলবে না
ছুঁয়ে দিলে সেরে যায়, যেখানে যা ক্ষত
অসুখের ঘোরে ঠিক যেন মা'র মত।
দুপুরের দিকে পাখি আসে জানালায়
যতবার কাছে ডাকি, উড়ে চলে যায়
বসন্ত বেয়াদব, নেশা আনে চোখে
সারাদিন সারারাত কাছে চায় ওকে...
গল্পই বেঁচে থাক, বাস্তব যা তা
নটে গাছ মুড়োয়না এত সুখী পাতা
বিকেলবেলার গাছে অপেক্ষা জারি
তোমাকে তো ভালবেসে মরে যেতে পারি
এইসব ভালবেসে মরে যেতে পারি।।