25-03-2023, 07:41 PM
(25-03-2023, 06:40 PM)Baban Wrote: জীবন যুদ্ধে প্রতিটা ধাপ যেভাবে ফুটিয়ে তুলছো ভায়া উফফফ। আপন পর মিলেমিশে যায় অন্ধকারে যখন নিজের অসফল রূপটা কেউ বার বার চিনিয়ে দেয়। সোজাসুজি না হোক অন্য পথে। এটাই হয়তো মানব জীবনের একটা বৈচিত্র। পরিস্থিতি পাল্টে ফেলতে পারে এক মানুষের অনুভূতি। কিন্তু তবুও লড়ে যায় মানুষ। নিজের ঠিক ভুল নিয়েই এগিয়ে যায়। সফলতার লক্ষে। অন্ধকারে ডুবেই এগিয়ে যায় আলোর পথে। দারুন লাগলো ♥️♥️
আমাদের মানব জাতির একটা খারাপ দিক হলো। অন্যের সাফল্যে বাহ্যিক ভাবে যতই খুসি হই না কেন। মনের কোন এক কোণে, ঈর্ষা সুপ্ত ভাবে হলেও তার কাজ করে।
আর ঠিক এই বিষয় টাই শর্মাজির লেখনী তে ফুটে উঠেছে!!!!
PROUD TO BE KAAFIR