25-03-2023, 12:42 PM
(25-03-2023, 11:08 AM)ddey333 Wrote: সে আমাকে একদিন ডেকে আমার চোখের দিকে চেয়ে বললো -ভালোবাসি।
আমি শুনলাম কোন উত্তর না দিয়ে ফিরে এলাম।
সে আবারো একদিন বললো -আমি আলোবাসি তোমায় ভীষণ ভালোবাসি।
আমি নিরুত্তর। চুপটি করে চলে এলাম।
এবার একদিন সে এক্কেবারে আমার সামনে এসে হাতটা বাড়িয়ে দিয়ে বললো -শোনো ভীষণ রকম আগলে রেখে সারাজীবন থাকবো পাশে।
আমি বিশ্বাস করলাম। তার হাতে নিজের হাতটা রেখে মন দিলাম।
কিছুদিনের মধ্যেই হৃদয় ফুঁপিয়ে কেঁদে উঠলো
মনটা ক্ষত বিক্ষত হয়ে তাজা রক্ত ঝরালো।
আসলে সে সুকৌশলে বিশ্বাস ঘাতকতা করলো।
এক বিষাক্ত দংশনে শরীর মন দিশাহারা
একটা ভাল্লাগেনার অনুভূতি হৃদে কেমন চেপে বসলো।
এমনি করে বেশ অনেকটা সময় গেলো।
জীবনটা কেমন জানি পঙ্গু হয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে লাগলো।
মন মগজের সংঘাত লাগলো।
অবশেষে মন...
মগজের ভাষা বুঝলো।
নিজেকে বুঝিয়ে নিয়ে বেশ খানিকটা গুছিয়ে নিয়ে
নতুন করে জীবনের সাথে মধুর সন্ধি করলো।
আসলেই জীবনটা উৎসবের মত তাকে যাপন করা নয়,উৎযাপন করতে হয়।।
ব্যর্থ প্রেম দুটো সুযোগ দেয় জীবন কে,
হয় সাজিয়ে নাও নয়তো নষ্ট হয়ে যাও।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।