25-03-2023, 11:50 AM
(25-03-2023, 11:36 AM)sairaali111 Wrote:আসলে , চেপে আছে । হ্যাঁ , চেপে আছে আমার উপর । - না না , ঈসে , কোনো মানুষ নয় । - দুটি , ঈসে , - বিশেষণ । অপারগ এবং অপদার্থ । আন্যেবল আর ইউজলেস্ । - তাই , লেখা নিয়ে কোন কথা বলার অবস্হাতেই নেই । - ঈসে , হাজার ''তারা''র ভিড়াগমে খুঁজে পাচ্ছি না - ''চাঁদ''টিকেই । - অবশ্য , সায়রার তো ওটি নয় , প্রাপ্য বড়জোর - 'অর্ধ-চন্দ্র' । - রমযান-সালাম জী ।
রমজানের অনেক অনেক শুভেচ্ছা দেবী। আপনার পদধূলি যতবারই এই অধমের কুটিরে পড়ে ততবারই এই কুটিরে খুশীর বন্যা বহে। নিজ ছন্দে বহিয়া চলে সায়রা চুপিচুপি ডাকিতে থাকে আলি আলি! সত্ত্য কহিতে আপনি না আইলেই ঘর খালি তাই বোধকরি আপনি সায়রা আলী! যাহা খুঁজিতেছেন তাহা মনে হয় হারায় নাই, হারাইলে চিত্তির! তখন বাস্তবিক এই দেবশর্ম্মা অপদার্থ হইবে!
প্রণাম লহিবেন দেবী। আসিতে থাকিবেন এই অভাগার সনে সঙ্গ দিতে, একবারই সই আসিবেন, পথ ভুলিয়াই হউক।
সালাম রহিল।