24-03-2023, 03:41 PM
(24-03-2023, 12:10 PM)Sanjay Sen Wrote:
ভূত বা অশরীরী যাই বলা হোক না কেন, আমার ধারণা এখানে সেটা শুধুমাত্র symbolic , গল্পটাকে আকর্ষক করার জন্য হয়তো দেওয়া হয়েছে। তাই এখানে ভুতুড়ে গল্পের কোন ব্যাপার নেই। আমার মনে হয় এটি একটি আদ্যোপান্ত সামাজিক গল্প, যেখানে বর্তমান সামাজিক পরিস্থিতির প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। রাজনৈতিক হিংসার শিকার হয়ে এরকম কত পরিবার অভিভাবকহীন হয়ে যাচ্ছে। যাদের সন্তান এবং পরিবার খড়কুটোর মত ভেসে যাচ্ছে যত্রতত্র। ক'জন সঞ্জীব আর তাদের খবর রাখে!
bravo bravo কি analysis করলে গুরুদেব! একদম আমার মনের কথাগুলোই লিখেছো।
(24-03-2023, 02:49 PM)Somnaath Wrote: ভৌতিক আঙ্গিকে, অথচ একদম অন্য সাধের গল্প এটি। মন ছুঁয়ে গেল বড়ভাই। শুধু একটাই কথা বলব, অশরীরী সঞ্জীবের কাছ থেকে সিগারেট চেয়ে খেয়েছে ঠিক কথা, কিন্তু প্রচ্ছদে সিগারেটের ব্যবহার করাটা বোধহয় উচিত হয়নি। কথাটা বলছি এই কারণে, প্রচ্ছদটা দেখে প্রথমে অনেকেরই মনে হতে পারে গল্পের নাম টান, তার উপর সিগারেট থেকে ভৌতিকরূপী ধোঁয়া নির্গত হচ্ছে! তার মানে সাইকেল চালানো লোকটা নিশ্চয়ই ধোঁয়া টানতে টানতে মরেছে একটু মজা করলাম। তবে ছোট হলেও গল্পটা অসাধারণ।
অসংখ্য ধন্যবাদ ছোটভাই। পরেরবার থেকে প্রচ্ছদ তৈরি করার আগে তোমাকে অবশ্যই একবার জিজ্ঞাসা করে নেবো।