24-03-2023, 03:02 PM
(24-03-2023, 02:47 PM)Somnaath Wrote:সহমত দুর্দান্ত বিশ্লেষণ
(24-03-2023, 02:49 PM)Somnaath Wrote: ভৌতিক আঙ্গিকে, অথচ একদম অন্য সাধের গল্প এটি। মন ছুঁয়ে গেল বড়ভাই। শুধু একটাই কথা বলব, অশরীরী সঞ্জীবের কাছ থেকে সিগারেট চেয়ে খেয়েছে ঠিক কথা, কিন্তু প্রচ্ছদে সিগারেটের ব্যবহার করাটা বোধহয় উচিত হয়নি। কথাটা বলছি এই কারণে, প্রচ্ছদটা দেখে প্রথমে অনেকেরই মনে হতে পারে গল্পের নাম টান, তার উপর সিগারেট থেকে ভৌতিকরূপী ধোঁয়া নির্গত হচ্ছে! তার মানে সাইকেল চালানো লোকটা নিশ্চয়ই ধোঁয়া টানতে টানতে মরেছে একটু মজা করলাম। তবে ছোট হলেও গল্পটা অসাধারণ।
নাহ্ , আমি মনে করি একদম perfect poster হয়েছে।