24-03-2023, 12:20 PM
(This post was last modified: 24-03-2023, 12:21 PM by Uzzalass. Edited 1 time in total. Edited 1 time in total.)
(23-02-2023, 04:37 PM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote: Uzzalass আপনাকে অসংখ্য ধন্যবাদ। চুপিচুপি আসিয়া নীরবে লাইক ও রেপু প্রদান করিয়া চলিয়া গিয়াছেন। আপনি বোধকরি এই প্রথম আমার পাঠক হইলেন। সকল পর্ব্বগুলি পড়িয়া তাহাতে লাইক দিয়াছেন, দুইদুইটি রেপু দিয়াছেন ইহাই বুঝাইয়া দেয় আপনি আমার গল্পটি কতখানি পছন্দ করিয়াছেন। তবুও একখানি মতামত যদি দিতেন আরও খুশী হইতাম। পঞ্চম পর্ব্ব শীঘ্রই আসিতেছে। পদার্পণ অবশ্যই করিবেন। সম্ভব হইলে পরে একখানি মতামত দিয়া যাইবেন।
নমস্কার মহাবীর্য্য দাদা, আপনার জন্যে রইলো বাছাই করা স্পেশাল সাংঘাতিক ধরনের ভালোবাসা। আপনি শতভাগ সঠিক। আপনার লেখা আমি প্রথমবার পড়ছি। মন্তব্য আমি করিনি কারণ সত্যি বলতে কি উপযুক্ত ভাষা খুঁজে পাওয়া দুস্কর ছিল। আপনার লেখা পড়ার পর মনে হয় মনের ঘরে কেউ যেনো খুশীর টিউবলাইট জ্বালিয়ে দিয়েছে, আর সেই ভালোলাগার আলোতে ঘরের কোনায় কোনায় থুড়ি মনের কোনায় কোনায় খুশীর রোশনাই লেগেছে। অবশ্যই মতামত দেবার প্রয়াস করবো পরের পর্ব থেকে।
অনেক অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।।