24-03-2023, 08:57 AM
সেই কি-প্যাড ফোন, সেই অপেরা মিনি .. পুরনো দিনের স্মৃতিগুলো মনে পড়ে গেলো বন্ধুবর, তোমার এই লেখার মাধ্যমে। আমি অবশ্য কি-প্যাড ফোনেই স্বাচ্ছন্দ্য ছিলাম এবং শুনলে অবাক হবে ইউনিভার্সিটি লাইফে তো বটেই পরবর্তীতে চাকরির জীবনেও আমি কি-প্যাড ফোন ব্যবহার করতাম। এই মাত্র কয়েক বছর আগে আমার স্ত্রীর সঙ্গে আলাপ হওয়ার পর, ও আমাকে প্রথম স্মার্টফোন কিনে দেয়। আর আমার কৈশোর কালের সেই কাকিমার কথায় যদি বলতে হয় তবে তার নাম কাকলি নয় অন্য কিছু একটা ছিলো। সে কথা থাক .. তবে তোমার গল্পের এই কাকলি সত্যিকারের বাঘিনী বটে। দুর্দান্ত একটি পর্ব উপহার পেলাম আমরা।