23-03-2023, 07:58 PM
(This post was last modified: 23-03-2023, 07:59 PM by কলমচি৪৫. Edited 1 time in total. Edited 1 time in total.)
(19-03-2023, 02:35 PM)cuck son Wrote: ভালো মন্দ দুই প্রজন্মেই আছে , এইজে স্বামীর প্রতি ভালোবাসা এখনো রয়ে গেছে । এটা এক দিক থেকে চিন্তা করলে ভালোই । বেশ রোম্যান্টিক ব্যাপারটা । কিন্তু অন্য দিক থেকে একটু চিন্তা করলে...
১৯ বছরের একজন মানুষ একলা হয়ে পরল তারপর সারাটি জীবন একাই কাটিয়ে দিলো । এর সঠিক অনুভুতি আমি হয়ত বলতে পারবো না , কারন এই অভিজ্ঞতা আমার নেই । কিন্তু একটু চিন্তা করলে ভয়াবহ মনে হচ্ছে । পদ্মাবতীর গল্প হয়ত পুরোপুরি শেষ হয়নি , তাই এখনি বলা ঠিক হচ্ছে না। কিন্তু বিপাশার শেষের চিন্তা গুলো পড়ে এই কথা গুলো বলছি ।
এমন নয় যে বর্তমানের মত নতুন সঙ্গী বেছে নেয়ার অপশন থাকলে , অথবা স্বাধীন জীবন যাপনের অপশন থাকলেই পদ্মাবতীর জীবন সুখি হতো । হয়ত এর চেয়ে আরও খরাপ জীবন হতে পারত । কিন্তু আশা তো থাকতো , বেঁচে থাকার ইচ্ছা তো থাকতো । এখানে যে আশাটাই শেষ হয়ে গেছে ।
একজন মৃত মানুষের সৃতি ছাড়া বেঁচে থাকার আর কোন রসদ এই পদ্মাবতীর নেই । অন্তত এখন পর্যন্ত যা দেখলাম তাতে এই মনে হচ্ছে ।
বেশি কথা বলে ফেললাম , ক্ষমা করবেন । আপনার লেখা সহজে পড়া যায় সাথে চিত্ত আকর্ষণ করে ।
লাইক এবং রেপুটেশন রইল ।
ভালো লাগলো আপনার উপলব্ধি পড়ে। আপনার দৃষ্টিভঙ্গি যেমন অংশত সত্য তেমনি আমার দৃষ্টিভঙ্গিও ভুল নয়। একটা সময় অল্পবয়সী বিধবাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয়েছে। আমি সেটা তুলে ধরতে চেষ্টা করেছি। তবে সে সময়কার নারীরা তাদের স্বামীকে যতটা ভালোবেসে নিজের জীবন উৎসর্গ করেছে তা এখনকার দিনে দেখতে পাওয়া বিরল। এখন পান থেকে চুন খসলেই বিবাহ বিচ্ছেদের দিকে হাঁটছে। তাতে ছেলে ও মেয়ে উভয় পক্ষেরই দোষ থাকে বা এক তরফা হয়। আমি এখানে অতীত আর বর্তমানের তুলনা বিপাশার দৃষ্টিকোণ থেকে করেছি, আর কেন তার এই দৃষ্টিভঙ্গি সেটা ক্রমশ প্রকাশ্য। তবে বর্তমানে ভালোবাসার গভীরতা অনেক ক্ষেত্রেই কমেছে এটা অস্বীকার করতে পারবেন না। আমি অতীত আর বর্তমানের মধ্যে তুলনা করার একটা চেষ্টা করেছি। তাতে কতটা সফল হয়েছি জানি না। তবে আবারো বলছি আপনার মতামত পেয়ে ভালো লাগলো, খুবই ভালো লাগলো।