Thread Rating:
  • 300 Vote(s) - 3.27 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
দৃষ্টি আকর্ষণ করছি -
(23-03-2023, 01:22 PM)Somnaath Wrote:
[Image: Screenshot-20230323-114006-2.jpg]


যে দু'জন বাংলা বিভাগের মডারেটর নিযুক্ত করা হয়েছিল, তারা দুজনেই কেটে পড়েছেন এই ফোরাম থেকে। এদের দুজনের মধ্যে একজনের এই ফোরামে শেষ পদার্পণ 22-06-2022 , প্রায় এক বছর আগে। আমি অবশ্য জানি না কে বা কারা তাদের নিযুক্ত করেছিল। না তো কারোর মতামত চাওয়া হয়েছিল, না তো ভোটাভুটি হয়েছিল। যাই হোক, তারা যখন কেটেই পড়েছেন (যদিও থেকেও কোনদিন কোন প্রবলেম মেটাতে পারেনি) তখন আমার সবিনয় নিবেদন রইল sarit11 এর কাছে, তাদেরকে হটিয়ে একজন নতুন বেঙ্গলি মডারেটর নিযুক্ত করার জন্য। যে অন্তত আমরা কি বলতে চাইছি সেই ভাষাটা বুঝতে পারবে এবং নিরপেক্ষ হবে।

যাকে শোনতে চাইছো সে এর এক বর্ণও বুঝবে না। ইংরেজিতে লিখতে হবে ভাই ইংরেজিতে লিখতে হবে, Google translate করেও যদি দেখে তাহলেও বিশেষ কিছুই বুঝবে না। কারণ তুমি যে কয়েকটা ভাষা প্রয়োগ করেছ, এই যেমন ধরো - কেটে পড়েছে, ভোটাভুটি, হটিয়ে - এগুলোর প্রকৃত অর্থ বের হবে না। তাই পুরোটা জগাখিচুড়ি হয়ে যাবে। আর তাছাড়া main moderator তো মোটামুটি সব কাজ করেই দিচ্ছে, তাই আলাদা করে Bengali moderator খুব একটা বোধহয় প্রয়োজন নেই। তবে হ্যাঁ Bengali moderator হিসেবে যেগুলোর নাম লেখা আছে সেগুলোকে বাতিল করা উচিত।

[Image: Shocked-Open-Asianpiedstarling-size-restricted.gif]

[+] 2 users Like Sanjay Sen's post
Like Reply


Messages In This Thread
RE: দৃষ্টি আকর্ষণ করছি - - by Sanjay Sen - 23-03-2023, 04:47 PM



Users browsing this thread: 31 Guest(s)