23-03-2023, 01:22 PM
যে দু'জন বাংলা বিভাগের মডারেটর নিযুক্ত করা হয়েছিল, তারা দুজনেই কেটে পড়েছেন এই ফোরাম থেকে। এদের দুজনের মধ্যে একজনের এই ফোরামে শেষ পদার্পণ 22-06-2022 , প্রায় এক বছর আগে। আমি অবশ্য জানি না কে বা কারা তাদের নিযুক্ত করেছিল। না তো কারোর মতামত চাওয়া হয়েছিল, না তো ভোটাভুটি হয়েছিল। যাই হোক, তারা যখন কেটেই পড়েছেন (যদিও থেকেও কোনদিন কোন প্রবলেম মেটাতে পারেনি) তখন আমার সবিনয় নিবেদন রইল sarit11 এর কাছে, তাদেরকে হটিয়ে একজন নতুন বেঙ্গলি মডারেটর নিযুক্ত করার জন্য। যে অন্তত আমরা কি বলতে চাইছি সেই ভাষাটা বুঝতে পারবে এবং নিরপেক্ষ হবে।