23-03-2023, 12:56 PM
ব্যাকুলতার ঢেউ উপচে পড়ছে মন উপত্যকায়, বালির বেড়িবাঁধ এই বুঝি হাল ছেলে হৃদয় ভাসাবে ব্যাথার নীল জলরাশিতে। আমি বড়ই অবুঝ তার থেকেও অবুঝ আমার মন। হয়তো খানিকটা আগে আসলে পেতাম সুযোগ, বলে নিতাম দুটো মনের কথা না বলা প্রিয়জন। হঠাৎ করেই প্রিয় তালিকা ঠাঁই করে নেয়া মানুষ গুলো এমন কেন! না বলা কথা গুলো কি এতই কঠিন যে বুঝে নিতে পারে না। হয়তো একদিনের পরিচয়ে এতোটুকুই আগানো যায় কিন্তু আমি তো এগিয়ে গেছি বহুদূর কিংবা খানিক বেশিই।
অপেক্ষা করিয়ে রাখার জন্য আন্তরিক ভাবে দুঃখিত। আজ রাতে আসছে গল্পের নতুন পর্ব, সঙ্গেই থাকুন....