22-03-2023, 06:55 PM
(20-03-2023, 04:01 PM)Akash23 Wrote: বাঃ! খুব ভালো লিখছেন। তবে অক্ষরগুলো কিন্তু ভেঙে যাচ্ছে। আপনি যদি কম্পিউটারে লেখেন সেক্ষেত্রে MS Word এ লিখে কপি পেস্ট করুন আর যদি মোবাইলে লিখছেন তাহলে প্লে স্টোর থেকে Google Docs ব্যবহার করে লিখুন। অক্ষর ভাঙবে না। আপনার লেখার হাত ভালো, চালিয়ে যান।
খুব ভয়ে ভয়ে লিখেছিলাম। ভেবেছিলাম গালির ঝড় বইবে। কিন্তু এই তিন চার দিনেই সহানুভূতিশীল পাঠকদের বিশেষভাবে আকাশ বাবু এবং কাক সনদা র উৎসাহে উৎসাহিত হয়ে এই ঘটনাটার অঙ্কুরোদগমের পর্যায়টা অলরেডি ওয়ার্ডে তৈরি করছি। ভালো হোক খারাপ হোক একটু কষ্ট করে গিলে যদি আমাকে আরেকটু উৎসাহ দেন তাহলে হয়তো বা আমি আরও একটু দূর এগিয়ে যাওয়ার চেষ্টা করব। হাসপাতালে আমার মা ভর্তি থাকাতে একটু চাপে আছি, তবু আমি আরেকটা পর্যায় পোস্ট করব কথা দিলাম। আরেকটা জিনিসও ঠিক, যে পর্বটাই আমি পোস্ট করব সেই পর্বটাই একটা স্বয়ংসম্পূর্ণ পর্ব হবে। তারপরের অংশ না পেলেও পাঠকের কোন অতৃপ্তি থাকবে না। পেলে খাবারের থালায় নতুন আরেকটা পদের সংযোজনের মতো হবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং কৃতজ্ঞ থেকে আগামী দুই এক দিনের ভেতরে পরের পর্যায়টা পোস্ট করার চেষ্টা করছি।