22-03-2023, 03:33 PM
(22-03-2023, 01:46 PM)Jupiter10 Wrote: লেখা টা পড়লাম। শিবরাম চক্রবর্তীর যে ক্ষুদ্র প্রেমের মুহূর্ত তুলে ধরেছেন,প্রকৃত রূপে ওটাই আসল প্রেম। এর আগেও এই "সৃষ্টি" থ্রেডেও বহু ব্যক্তিত্বের জীবনের অনুকাহিনী তুলে ধরেছেন। সব ক'টায় হৃদয় বিদারক।অন্তরকে নাড়িয়ে দেয়।
আপনার এই লেখা প্রসঙ্গে একটা কথা বলতে চাই। কেউ একজন আমায় বলেছিল। লেখক হলে কি আর ধনী যায়? লেখকদের জীবনই ওই রকম। অভাব,আকাল। কখনও প্রেমের। কখনও অর্থের। কখনও বা সম্মানের।
একদম যথার্থ বলেছেন, আপনার কথা শুনে আমার মনটাও ভারাক্রান্ত হয়ে গেলো। তাই কিছুটা হাল্কা করার করছি। শিবরামের বাবা ছোটবেলায় শিবরামের বিভিন্ন রকমের বই পড়ার নেশা দেখে খুশি হয়ে বলেছিলেন, "গ্রন্থি ভবতি পণ্ডিতঃ" অর্থাৎ যারা গ্রন্থ নিয়ে পড়ে থাকে, তারাই পণ্ডিত হয়।
এই শুনে শিবরামের মা বলেন, "ঠিকই বলেছেন তোর বাবা। যারা বই মুখে করে পড়ে থাকে সব সময়, তাদের সবকিছুই পণ্ড হয়ে যায়, সেইজন্যেই তারা পণ্ডিত।"