22-03-2023, 02:39 PM
(22-03-2023, 02:34 PM)Baban Wrote: দাদা আপনি কতটা এগ্রি করবেন জানিনা কিন্তু ক্রাইসিস তা সে কম হোক বাঁ বেশি কোথাও না কোথাও বুস্ট দেয় নিজেকে নতুন ভাবে চিনতে এবং অন্যের সামনে নিজের জীবন ফুটিয়ে তুলতে।
হ্যাঁ, অবশ্যই সহমত বাবান দা। লেখকের জীবনই ওইরকম। এমন একখান পর্যায় আসে যখন বাহ্যিক দিক দিয়ে কিছুই পাওয়া যায়না। কোনো কিছুই হাসিল হয়না। তখন নিজের অন্তরে উঁকি দিতে হয়। চিন্তনে নিয়োজিত হতে হয়। তখনই নিজেকে নতুন ভাবে চেনা যায় এবং অন্যের সামনে নিজের জীবনকে ফুটিয়ে তোলা হয়।